শিরনামহীন প্রেরক

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

মাসুদুর রহমান
  • ৬৩
বহুদিন পর
এই অসম্ভবের যুগে এসে তোমার চিঠি পেলাম
বড় আকুল তুমি শুধায়েছো
ভাল আছোতো ?
তাহিতি সত্যি বলতে কি
পাশের বাড়ির মিনি পুসিটা ভালো আছে, সেটা জানি
আমার দাদীমা, টবে গোলাপের চারা
রান্নাঘরের আসবাব, স্টাডীরুমের পর্দা
জানালার গ্রীল, সেগুন কাঠের দরজা, ফুলদানী
ফুলদানীর জল, জলকে আকড়ে বেঁচে থাকা ফুল
সকলেই ভালো আছে।
চিলোকোঠার চড়ুই দম্পতির উচ্ছল উড়াউড়ি
দেখে বুঝে ফেলি ওরা ভালো আছে
মিশর থেকে বাবা শখ করে সবুজ ঘাসের মতো
একটা কার্পেট এনেছিলেন
বুয়ার নিয়মিত পরিচর্যায় সেটাও ভালো আছে।
সোফার কুশন, তেতুল গাছের বনসাই
ছাদে তার, তারে ঝুলে থাকা কাক, কাকের পালক
সকলেই একরকম ভালো আছে।
তুমিতো লিখলেনা, তুমি কেমন আছো
সমরেশ কত বড় হয়েছে ?
মেয়েটার নামকি পদ্মনীতা রেখেছো ?
বড্ড বেদম কিছু রোগ শরীরে ঘর বেঁধেছে
তারাও ভালো, কোন ঔষধ ওদের বিরক্ত করেনা
পিসিমা যদিও প্রতিবেলা সেঁধে যায়।
ছাদে প্রায়ই দেখি মাসতুতো বোন আঁখি
টি এন্ড টি কলোনীর কোন ছেলের সাথে ইশারায় কথা বলে
আমাকে দেখলেই অপ্রস্তুত হাসি হেসে বলে
দাদা ভালো আছো ?
ওর উচ্ছল যৌবন বলে দেয় ও ভালো আছে।
ও তোমাকেতো বলাই হয়নি
আমাদের বাড়ির পিছনের পুকুর এখন আর নেই
সেখানে দালান করে ভাড়া দেয়া হয়েছে,
দুটো মুসলিম ঘর ভাড়া থাকে।
মনে আছে কত সাঁতার কেটেছি দুজন
শাপলার ডগা দিয়ে রান্নাবান্না খেলা।
তুমি এতো মনভোলা
নাকি ইচ্ছে করেই খালি রেখেছো প্রেরকের ঘর
এখন কি করে জানাই তোমায়
আট দশটা মানুষ যা জানে
নিয়নের বন্ধু সাফাতও জানে
গীতাঞ্জলীর ১৮ নং গীত যেটা জানে
সেই সহজ কথাটা
কিকরে তোমাকে জানাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিয়াজ উদ্দিন সুমন ভাল লেগেছে কবিতাখানি... শুভ কামনা... কবি...
জয় শর্মা (আকিঞ্চন) অসাধারণ। আর দশ টা কবিতা থেকে ভিন্ন, তবে ঐ যে স্যার- "শাহ্ আজিজ" যে টা বললেন! আমি উনার সাথে এক মত।
অসংখ্য ধন্যবাদ দাদা... ভালোবাসা রইলো
শাহ আজিজ খুবই ম্যাচিউরড কবিতা, সাবলীলতা আছে , আছে গতিময়তা । আমি ভিন্ন এক স্টাইল খুজে পেলাম তোমার লেখায়। আমিও অনুসরন করব তোমার পদ্ধতি ।
ধন্যবাদ স্যার। অনুপ্রাণিত হলাম।
গোবিন্দ বীন ও তোমাকেতো বলাই হয়নি আমাদের বাড়ির পিছনের পুকুর এখন আর নেই সেখানে দালান করে ভাড়া দেয়া হয়েছে, দুটো মুসলিম ঘর ভাড়া থাকে। ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

২৩ অক্টোবর - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪